বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৭:৪৯:০৮

সুলতানি হোলিতে মাতলেন সালমান খান

সুলতানি হোলিতে মাতলেন সালমান খান

বিনোদন ডেস্ক : লাল-হলুদ-সবুজ গুলালে ছেয়ে গিয়েছে হোলির আকাশ। ফাগুনের খেলায় মেতে উঠেছে সবাই। তখন তারকারাই বা কেন ঘরে বসে থাকে? স্টার ইমেজ ছেড়ে হোলি খেলায় মেতেছে বলিউডের ব্যাচেলর খান সালমানও। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেকোনো উৎসব পরিবারের সঙ্গেই কাটান সালমান। তবে এবার হোলিটা শুরু করলেন খুদে ফ্যানদের সঙ্গে। নানা রঙের আবীরে রাঙালেন নিজেকে। সেই মুহূর্ত বন্দি হল মোবাইল ক্যামেরায়। যা এখন সালমান ফ্যানদের হট পোস্ট।

আপাতত ‘সুলতান’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন খান সাহেব। কুস্তিগিরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রেমকে। যেখানে ভাইজানের বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী অানুশকা শর্মাকে।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে