বিনোদন ডেস্ক : বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় পরিচালক রেদোয়ান রনি-র পরবর্তী ছবি ‘আইসক্রিম’-এর প্রথম গান মুক্তি পেল। গানটি গেয়েছেন মিনার রহমান। লেখা ও সুর দু’টিই তার। রেদোয়ান রনি-র পরিচালনায় নির্মিত এই ছবি মুক্তি পাবে আর কিছুদিন পরেই।
মিউজিক অ্যারঞ্জমেন্টস সাজিদ সরকারের। মিনার রহমান ছাড়াও ছবিতে মিউজিক করেছেন ফুয়াদ আল মুক্তাদির, আরমিন মুসা, আরাফৎ মোহসিন আর পাভেল আরিন।
মিনার রহমান ছাড়াও গান গেয়েছেন আর্নব, আরমিন এবং সুমি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমার টিজার।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই