বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৯:০৯:২৮

বাবা-মায়ের সেই গোপন কথা ফাঁস করলেন কঙ্গনা!

বাবা-মায়ের সেই গোপন কথা ফাঁস করলেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কঙ্গনা রানাউত। গতকালই ছিল তার জন্মদিন। জনপ্রিয়তা ও পারিশ্রমিকের বিচারেও তিনি অন্যতম। তার অভিনয় দক্ষতা সিনেমা প্রেমীদের প্রশংসা আদায় করে নিয়েছে। একাধিক পুরস্কার জিতে নিয়েছেন তিনি। হিমাচল প্রদেশের একটি ছোট্ট শহরে ১৯৮৭ সালের ২৩ মার্চ বলিউড ‘কুইন’-এর জন্ম।

বাবা-মার ইচ্ছা অনুসারে প্রথমে ডাক্তার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে নিজের পথ বেছে নেন কঙ্গনা। তার মা আশা রানাউত স্কুল শিক্ষিকা, বাবা অমরদীপ রানাউত ব্যবসায়ী। কঙ্গনা নিজেই জানিয়েছেন, তিনি বাবা-মার অবাঞ্ছিত সন্তান। দিদি রঙ্গোলির জন্মের পর তার এক ভাই হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই সে মারা যায়। এরপর জন্ম হয় কঙ্গনার। কিন্তু তার বাবা-মা পুত্রসন্তানের কামনা করেছিলেন।

ছোট বেলাটা দারুন খুশিতেই কেটেছে তার। ১৬ বছর বয়সে দিল্লি এসে মডেলিং শুরু করেন তিনি। রঙ্গমঞ্চের নির্দেশক অরবিন্দ গৌড়ের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি। ২০০৬-এ থ্রিলার সিনেমা ‘গ্যাংস্টার’ দিয়ে রুপোলি পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ও লম্হে’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘ফ্যাশন’-র মতো সিনেমায় অভিনয় করেছেন।

পরে হৃত্বিক রোশনের ‘কৃষ ৩’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। ২০১৫-তে 'কুইন' সিনেমায় অভিনয়ের জন্য তিনি বলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পান। বর্তমানে হৃত্বিকের সঙ্গে তার বিবাদ আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে। হৃত্বিককে তিনি ‘বোকা সাবেক বয়ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেন। এর জবাবে হৃত্বিক তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশের জবাবও দিয়েছেন কঙ্গনা।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে