বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ১০:৪০:৩৭

আমিরের আমিরত্ব!

আমিরের আমিরত্ব!

বিনোদন ডেস্ক : ‘দঙ্গল’ ছবির শুটিংয়ে এখন ভীষণ ব্যস্ত আমির। এই ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন তিনি। বলিউডে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেই পরিচিত। এবারে নিজের নতুন ছবি ‘দঙ্গল’-এর জন্য নিজেকে বার বার গড়ছেন এবং ভাঙছেন আমির খান। আর তা করতে গিয়েই প্রচুর প্লাস সাইজের জামাকাপড় হয়ে গিয়েছে আমিরের।

‘দঙ্গল’ ছবিতে আমির খানকে কুস্তিগীর মহাবীর ফোগট-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেই কারণে গত কয়েকমাসে প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়েছেন আমির। এবারে ওই কুস্তিগীরের তরুণ বয়সের শুটিং শুরু হবে। ফলে আগামী ছ’মাসে ফের ২৫কেজি ওজন ঝরাতে হবে আমিরকে। ওজন বাড়িয়ে ৯২কেজি হওয়ার পরে প্লাস সাইজের প্রচুর জামাকাপড় ব্যবহার করতে হয়েছে আমিরকে।

কিন্তু ওজন ঝরানো শুরু করতেই বড় সাইজের সেই জামাকাপড়গুলি আর পরতে পারছেন না তিনি। ফলে, সেই সমস্ত প্লাস সাইজের জামাকাপড়ই এবারে দান করে দিতে চান আমির। এই মুহূর্তে পঞ্জাবে ‘দঙ্গল’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। আগামী ডিসেম্বরে বড়দিনের সময়ে মুক্তি পাবে ‘দঙ্গল’।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে