বিনোদন ডেস্ক : মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে আগমন করার পরে তিনি সুকুমারের তেলেগু চলচ্চিত্র ১ নেনোক্কাদিন-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম বলিউড চলচ্চিত্র ছিল সাব্বির খানের রোমান্টিক এ্যাকশনধর্মী ধাচের হিরোপতি। উক্ত চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন।
‘হিরোপান্তি’-র পরে এখন একান্ত পরিচিত মুখ। তার পরে ‘দিলওয়ালে’। ভবিষ্যতে বলিউডকে ডমিনেট করতে পারেন পঁচিশের সুন্দরী। দিল্লিতে কেটেছে কৈশোর। কৃতির শিক্ষাগত যোগ্যতা ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনে বি টেক ডিগ্রী রয়েছে। তারপরও এই অভিনেত্রী ক্যারিয়া হিসেবে বেঁচে নিয়েছেন রূপালী দুনিয়াকে।
প্রথম অভিনয় ‘নেনোক্কাদিনে’ নামের এক তেলুগু ছবিতে। ক্যামেরা ফ্রেন্ডলি বলে খ্যাতি পেয়েছেন ‘দলওয়ালে’-র পরে। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট-এ বেশ এগিয়ে কৃতি। মডেলিং এখনো পুরোদমেই চালিয়ে যাচ্ছেন এই ভিনেত্রী।
পরের ছবি ‘রাবতা’। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে। ‘হিরোপান্তি’-র জন্য পেয়েছেন ‘ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড’। ‘হিরোপান্তি’ সিনেমাটিতে গানও গেয়ে ছিলেন কৃতি। মূল গায়ক অবশ্য অরিজিৎ সিংহ। কৃতির প্রিয় অভিনেত্রী রেখা এবং কাজল।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই