বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান সফল একজন ব্যক্তি। সর্বক্ষেত্রেই তিনি সফলতার ছাপ রেখেছেন। তার প্রায় সব ইচ্ছেই পুরণ তিনি এ পর্যন্ত করেছেন। তারপরও সাধ রয়েই যায়। যেমন এবার তিনি ইচ্ছে প্রকাশ করেছেন গুরু হতে।
বিখ্যাত অভিনেতা এবং ছবি-নির্মাতা গুরু দত্তের বায়োপিকে কাজ করতে চান শাহরুখ খান। ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অওর গুলাম’ সহ বিভিন্ন জনপ্রিয় ছবিতে কাজ করেছেন গুরু।
মাত্র ৩৯ বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি। টুইটারে শাহরুখকে প্রশ্ন করা হয় গুরুর চরিত্রে অভিনয় করার ব্যাপারে। তার উত্তর, ‘নিশ্চয়ই করব। আর আপনারা তো বলেনই, সাদা-কালো স্ক্রিনে আমায় দেখতে বেশ ভাল লাগে’!
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন