শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০৯:০৫:১৮

জানুন ঝড়ের রাতে কি করেছেন মম ও শিমুল

জানুন ঝড়ের রাতে কি করেছেন মম ও শিমুল

বিনোদন ডেস্ক : কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অঞ্জন আইচ নির্মাণ করছেন একটি একক নাটক। কবিগুরুর ‘একরাত্রি’ গল্প অবলম্বনে নির্মিত নাটকটির নামও রাখা হয়েছে ‘একরাত্রি’।

নাটকটি গল্পে দেখা যাবে ঝড়ের রাতে একটি মন্দিরের সামনে শেষ দেখা হয় নীল ও সুরবালার। এরপর সেই এক রাতের দেখা অবিস্মরণীয় স্মৃতি হয়ে যায়। এতে নীল-এর ভূমিকায় অভিনয় করেছেন সুজাত শিমুল এবং সুরবালার ভূমিকায় জাকিয়া বারি মম।

গত সোমবার সকাল থেকে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। পরিচালক জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে এটি তার ১৪তম নাটক। প্রায় প্রতিবছরই রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটক নির্মাণ করেন তিনি। নাটকটিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, এস এম মহসিন, রিমি করিম প্রমুখ।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে