বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমানকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পী (১৫) ‘র রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই রিমান্ডে নেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে খালিকুরকে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরু মিয়ার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় শেরেবাংলা নগর থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় আটকের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয়। এ ছাড়া তার মুখে বেশ কিছু খামচির দাগ দেখে সন্দেহভাজন হিসেবে তাকে প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়। ওসি আরও জানান, আটক গৃহকর্তা খালিকুর দাবি করেছেন যে গৃহকর্মী জান্নাত ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য, বুধবার অচেতন অবস্থায় গৃহকর্মী জান্নাতকে বিকেল ৫টায় আগারগাঁও তালতলার ৪১ নম্বর বাড়ি থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন