বিনোদন ডেস্ক : আজ ২৫ মার্চ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের জন্মদিন। তিনি ১৯৭২ সালের এই দিনে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে এমটিনিউজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।
আসিফ আকবর পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ষষ্ঠ। তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে। আসিফ বাংলাদেশের সংগীতাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় একজন সংগীতশিল্পী হিসেবেই পরিচিত।
আসিফ তার জন্মদিন উপলক্ষে বলেন, আজ আমার ৪৫তম জন্মদিন। সুস্থ ও সুন্দরভাবে যেন বাকি জীবন বাঁচতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। এই দিনে আমিও সবার সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করছি।
এবারের জন্মদিনে আসিফ ও ডলি সায়ন্তনীর দ্বৈত একটি অ্যালবাম রিলিজ হচ্ছে। এ প্রসঙ্গে আসিফ জানান, জন্মদিন উপলক্ষে আজ ডলি সায়ন্তনীর সঙ্গে আমার দ্বৈত গানের অ্যালবাম 'প্রজেক্ট ডলি সায়ন্তনী' প্রকাশ করছি। ৬টি গান দিয়ে এই অ্যালবামটি সাজানো হয়েছে।
অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে, 'জ্বলতে দেনা', মেঘের বালিশ' ও 'লাভ ইউ টু' প্রভৃতি। এর সুর-সঙ্গীত করেছেন ওপার বাংলার শ্রী প্রীতম। এই অ্যালবমাটি নিয়ে আমরা বেশ আশাবাদী।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন