শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ১১:৫৭:০৭

এশিয়ার মধ্যে ফারুকীই সেরা : পর্ণো মিত্র

এশিয়ার মধ্যে ফারুকীই সেরা : পর্ণো মিত্র

বিনোদন ডেস্ক : টালিগঞ্জ তারকা পর্ণো মিত্রের দৃষ্টিতে এশিয়ার মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীই সেরা। তিনি এ পর্যন্ত গুণী নির্মাতা অঞ্জন দত্ত, সৃজিত মুখার্জিদের সঙ্গে কাজ করেছেন। তবে ফারুকীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবতী বলেই মনে করেন।

পর্ণো মিত্র বলেছেন, ফারুকী শুধু বাংলাদেশেই নন, তাদের ভারতেও বেশ পরিচিত একজন নির্মাতা। সেখানেও তাকে অনেক ভালোবাসে। তিনি বলেন, ফারুকীর নির্মিত সিনেমাগুলো ভারতে খুবই জনপ্রিয়। ভারতীয় সিনেমা সমালোচকরাও তার সিনেমা দেখে। তারাও ফারুকীর সিনেমা ভালোবাসে। ইনফ্যাক্ট আমার অনেক বন্ধুই আমাকে ফোন করে বলেছে যে, আমরা অনেক খুশি কারণ তুমি ফারুকীর সঙ্গে কাজ করছো।

পর্ণো বলেন, ফারুকী শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশের মধ্যে সেরা নয়, বরং পুরো এশিয়ার মধ্যে খুবই ভালো একজন র্নিমাতা তিনি। তার সাথে কাজ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। এটা অনেক বড় প্রাপ্তি।

উল্লেখ্য, পর্ণো মিত্র মস্তোফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এখানে তার সঙ্গে আরও কাজ করছেন বলিউড অভিনেতা ইরফান খান ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

এর আগে ২০১১ সালে অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটির মাধ্যমে আলোচনায় আসেন এই তারকা। এরপর অঞ্জনের দত্ত ভার্সেস দত্ত’, মৈনাক ভৌমিকের ‘বেডরুম’, সুব্রত সেনের ‘কয়েকটি প্রেমের গল্প’, মৈনাক ভৌমিকের ‘মাছ মিষ্টি মোর’ ইত্যাদি সিনেমাতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে