শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ১২:৩০:৫৬

হৃত্বিক প্রসঙ্গে মুখ খুলে যা বললেন কঙ্গনা?

হৃত্বিক প্রসঙ্গে মুখ খুলে যা বললেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের সাথে কঙ্গনা রানাওয়াতের ঝামেলাটা অনেকদিন ধরেই চলছে। কঙ্গনা যখন থেকে হৃত্বিককে সাবেক প্রেমিক বলে দাবী করেন, তখন থেকেই এই ঝামেলার সূত্রপাত।

এই একটি কথায় আইনি ঝামেলাতেও জড়িয়েছেন এই অভিনেত্রী। এ ঘটনার পর থেকে গণমাধ্যমগুলোতেও তাদের প্রেম নিয়ে না ধরণের প্রতিবেদন তৈরি হচ্ছে। আবার যেখানে যাচ্ছেন সেখানেই সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছেন কঙ্গনা। পরিস্থিতি যখন এমন পর্যায় তখন আর চুপ বসে থাকতে পারলেন না তিনি। বাধ্য হয়েই এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী।

‘মাঝে মাঝে তারকাদেরও কিছুটা ছাড় দিতে হয়, এত কিছু একসঙ্গে গ্রহণ করা সব সময় সম্ভব নয়। শক্তিশালী হওয়া মানে এই নয় যে আপনার কোনো কিছু গায়ে লাগে না। সব ধরনের কষ্ট এবং বাঁধার বিপরীতে উঠে দাড়ানোই হলো শক্তির পরিচয়’। সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ খুলে এমনটাই বললেন কঙ্গনা।  

হৃত্বিকের আইনি নোটিশের জবাবে পাল্টা নোটিশ পাঠানোর পরও এতদিন নিজে থেকে কিছু বলতে শোনা যায়নি কাঙ্গানাকে। পুরো ব্যাপারটা তার মুখপাত্র এবং আইনজীবীই সামলেছেন। তবে এতে সন্তুষ্ট হতে পারেনি গণমাধ্যম। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে কঙ্গনা সাংবাদিকদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিলেন, এবং জানালেন তিনি এ নিয়ে বিস্তারিত বলবেন।

কঙ্গনা বলেন, ‘আমাকে কিছুটা সময় নিজের মতো থাকতে দিন আপনারা। এমন নয় যে আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, আমি বলবো। তবে আপাতত আমাকে একটু ধাতস্থ হতে দিন প্লিজ’।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে