শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬, ০১:১১:২৯

সালমান খানের বাড়ির কাছে যে কারণে বাসা খুঁজেছন ক্যাটরিনা

সালমান খানের বাড়ির কাছে যে কারণে বাসা খুঁজেছন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : রণবীরের সাথে ব্রেকআপ হওয়ার পর প্রেমের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সালমান খানের বাড়ির কাছেই নিজের জন্য বাসা খুঁজছেন ক্যাটরিনা।

আর এতেই অনেকে বলাবলি করছিলেন তিনি হয় তো আবারও সালমানের সাথে প্রেম করছেন। এমন উঠার পর প্রেম সম্পর্কে তার অনাগ্রহের কথা জানান।

ক্যাটরিনা বলেন, সালমানের বাড়ির আশপাশে বাসা খোঁজাটা কি দোষের কিছু! এটা নিয়ে মুখরোচক সংবাদ প্রকাশের কী আছে। সেই এলাকাটা ভালো ও নিরাপদ বলেই সেখানে বাসা নেয়ার চেষ্টা করছি। আর সালমান আমার খুব ভালো একজন বন্ধু। আর আমি এখন কেবল ক্যারিয়ার নিয়েই মনোযোগী থাকতে চাই।

রনবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই অনেকটা বিব্রতবোধ করেন কাটরিনা। তারপরও বিষয়টি নিয়ে তিনি বলেন, সব সম্পর্ক যে চিরদিন থাকবে তেমন কোনো কথা নেই। ভাগ্যে যা লিখা আছে, তাই হবে। তবে এতটুকু বলতে পারি, আমি সিঙ্গেল আছি, বেশ ভালো আছি। এখন সিঙ্গেলই থাকতে চাই।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে