বিনোদন ডেস্ক : ম্যাডাম ফুলিখ্যাত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সিমলা দেশে ফিরেছেন। গত ৪মার্চ মায়ের অসুস্থতার জন্য তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন এবার বোধ হয় তিনি দেশ ছেড়ে সেখানেই স্থায়ী হবেন। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে তিনি দেশে ফিরে এসেছেন।
সিমলা জানিয়েছেন, নিজের ঘাড়ের চিকিৎসার জন্যই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। আর তার মা ভীষণ অসুস্থ। নিজের দেশ ছেড়ে বাইরে চিরস্থায়ীভাবে কখনোই থাকতে চান না তিনি।
এদিকে ২০১৪ সালের আগস্ট মাসে সিমলা রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন। ছবির ৫০ ভাগ কাজ শেষে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। এরপর দেশে ফিরে ১৮ই মার্চ রাজধানীর প্রিয়াংকা শুটিংস্পটে এ ছবির বাকি কাজ শুরু করেন সিমলা। তবে কয়েকটি দৃশ্যের শুটিং শেষ করেই আবারও হাসপাতালে মায়ের কাছে ফিরে যান তিনি।
পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, ১৮ই মার্চ থেকে টানা কয়েকদিনের শিডিউল দেয়া থাকলেও সিমলা একদিন কয়েকটি দৃশ্যে অংশ নিয়েই শুটিংস্পট থেকে চলে যান। আমাদের চারটি গানসহ বেশ কিছু কাজ বাকি রয়েছে। তবে প্রথমদিন কাজ বেশি না হলেও কয়েকদিন থেকে টানা শুটিং করছেন সিমলা। অবশেষে এবার কাজটি শেষ হবে বলে আশা করছি।
অন্যদিকে, সিমলা জানান, পরিচালকের কথা ও কাজের মিল প্রথমে না থাকার কারণে এমনটি হয়েছিল। আমি গল্প শোনার পর কিছু জায়গার পরিবর্তন চেয়েছিলাম। সেটা এখন করেছেন পরিচালক। আমি তো কাজটা শেষ-ই করতে চাই। আমার মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ। স্কয়ার, পপুলার হাসপাতাল থেকে চিকিৎসার পর বর্তমানে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ডাক্তার সিরাজুল মেডিকেল হাসপাতালে রয়েছেন। এর মধ্যে মার হার্টে সার্জারি করে রিং বসানো হয়েছে। এমন অবস্থায়ও আমি শুটিং করছি। সবকিছু ঠিক থাকলে কাজটা অবশ্যই আমি শেষ করবো।
এ ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করছেন ‘ঘেঁটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুন। ছবির কাহিনী লিখেছেন আনুশ। আশা তিশা প্রযোজিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন