বিনোদন ডেস্ক : হলিউডের বড় পর্দায় এবার দেখা যাবে বলিউডের লেডি কুইন দীপিকা পাড়ুকোনকে। এখন লস অ্যাঞ্জেলস-এ জমিয়ে চলছে ‘ট্রিপল এক্স’ সিনেমার শুটিং। এতো টাইট শিডিউলের মাঝেও রণবীরের জন্য সময় বাহির করলেন দীপিকা। একসঙ্গে কাটালেন কিছু সময়।
বন্ধুর বিয়ে উপলক্ষে দীপিকা রয়েছে শ্রীলঙ্কা। তাই বুঝতেই পারছেন ঘটনাটি সাম্প্রতিক নয়। শ্রীলঙ্কা যাওয়ার আগে মুম্বাইতে রণবীরের ফ্ল্যাটে একান্তে সময় কাটান রণবীর-দীপিকা। এখবর আমার সবাই জানি। যেটা জানতাম না, সেটা দীপিকার মুম্বাই আসার আগে লস অ্যাঞ্জেলসে নায়িকার কাছে উড়ে গিয়েছিলেন রকস্টার। যদিও পুরোটাই গুঞ্জন।
নিন্দুকেরা বলছেন। কিছুদিন আগে মুম্বাইয়ের খাবার মিস করছেন বলে, ট্যুইটারে একটি পোস্ট করেছিলেন নায়িকা। এক্স গার্ল-ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতেই নাকি কলার চিপস, চাকলি নিয়ে লস অ্যাঞ্জেলসে হাজির হয়েছিলেন রণবীর।
২৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই