বিনোদন ডেস্ক : সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলি আরও একটি বিশেষণে বিশেষায়িত হয়েছে। বিশ্বের আবেদনময় চোখ হিসেবে তার চোখকেই এবার বেছে নিয়েছে ‘ভিক্টোরিয়া সিক্রেট’।
‘ভিক্টোরিয়া সিক্রেট’ সম্প্রতি তাদের ২০১৬-এর আবেদনময় চোখের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বিশ্বের সব থেকে আবেদনময় চোখের তকমাটি এসেছে প্রিয়াঙ্কার ঝুলিতে। সম্প্রতি এই খবর ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা নিজেই।
তবে শুধু ‘আবেদনময় চোখ’ই নয়। দেশী গার্লের বিদেশী সিরিয়াল ‘কোয়ান্টিকো’-পেয়েছে ‘আবেদনময় তারকা’-এর তকমা। সব মিলিয়ে বিদেশে রকিং দেশী গার্ল। কিছুদিন আগে অস্কার রেড কার্পেটে প্রিয়াঙ্কা নজর কেড়েছে সবার।
বলিউডের পাশাপাশি প্রিয়াঙ্কা এখন হলিউডেও পপুলার সেলেব। কোয়ান্টিকোর জন্য সম্প্রতি তিনি হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতেন। প্রথম ভারতীয় হিসেবেই নয়, প্রথম সাউথ এশিয়ান অভিনেত্রী হিসেবে এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। এখন জমিয়ে করছেন ‘বে ওয়াচ’ র শুটিং। পাশাপাশি সুপার গার্ল চরিত্রে ভয়েসও দেবেন নায়িকা। সব মিলিয়ে খুব খুশি পিগি।
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন