শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০২:১৩:৩৪

আমি কোন সাংবাদিককে চড় মারিনি : সানি লিওন

আমি কোন সাংবাদিককে চড় মারিনি : সানি লিওন

বিনোদন ডেস্ক : সাংবাদিককে চড় মেরেছিলেন সানি লিওন! এমন খবর প্রকাশের পর চারিদিকে যখন হৈ চৈ শুরু হয়, তখনই এই অভিনেত্রী দাবী করলেন, তিনি কোন সাংবাদিককে চড় মারেননি। তার বিরুদ্ধে ভুল খবর ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

গুঞ্জন ছড়িয়েছিল, গুজরাটের সুরতে একটি হোলির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সানি। অনুষ্ঠানের নাম ‘প্লে হোলি উইথ সানি লিওন’। সেখানেই পারফরম্যান্সের আগে একটি পাঁচতারা হোটেলের করিডোরে তাকে আচমকা প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক, ‘আগে আপনি বিতর্কিত তারকা ছিলেন, এখন ফিল্ম স্টার। সুতরাং এখন আপনি কত টাকা নেন?’
 
প্রশ্ন শুনেই রেগে ওঠেন সানি। তবু নিজেকে সংযত রেখে পাল্টা প্রশ্ন করেন, ‘কী বললেন, আর এক বার বলুন?’
 
এরপর প্রশ্ন আরও স্পষ্ট, আরও অশালীন হয় ধেয়ে আসে সানির উদ্দেশে। এবার সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় জানতে চান, ‘রাতের প্রোগ্রামের জন্য এখন আপনি কত টাকা নিচ্ছেন?’ নিজেকে আর সংযত রাখতে পারেননি সানি। সোজা চড় কষিয়ে দেন ওই সাংবাদিককে।
 
কিন্তু এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি সানির। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেছেন, ‘ওই খবর সম্পূর্ণ মিথ্যে। খবরের কোনও সত্যতা যাচাই না করেই খবর করে দেওয়া হয়। এটা লজ্জার। এমনকি, সানির মন্তব্যও ভুল। মিডিয়া যে মিথ্যে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি।’
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে