বিনোদন ডেস্ক : গতকাল শনিবার পারিথ হয়েছে হোলি উৎসব। এবারের হোরি উৎসবে যথারীতি তারকারাও মেতেছিলেন। তবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই কার সাথে হোলি খেললেন?
পুরো ভারত মেতেছিল উৎসবের জোয়ারে। উৎসবে সামিল হয়েছেন বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান-কেন নেই উৎসবে। উৎসবে বাবা-মার সামিল হয়েছিল ছোট্ট আরাধ্যও। ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন একমাত্র মেয়েকে নিয়ে ছুটির আমেজে দিনটি কাটিয়েছেন। আরাধ্যের মুখেও রঙ লাগিয়েছেন।
আরাধ্যও কম যান না। বাবা-মার মুখেও রঙ মাখিয়ে দিয়েছেন। তিনজনের রঙিন একটি ছবি ইন্সট্রাগ্রামে পোস্ট করেছেন অভিষেক বচ্চন। ক্যাপশনে লিখেছেন, মাই গার্লস’। ছবিতে দেখা দেখে মার কোলে শুয়ে আছে আরাধ্য।
২৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন