শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০৭:০৬:৫১

হঠাৎ সালমান খানের এ কি ভাবনা!

হঠাৎ সালমান খানের এ কি ভাবনা!

বিনোদন ডেস্ক : আপাতত সালমান খান ‘সুলতান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।  তার মধ্যেই হঠাৎ কি ভাবনা তার? তবে নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছেন তিনি।  কিন্তু কী সেই মন্তব্য তার? এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে?

সালমান বলেন, ভারতে সিনেমা হল-এর অভাব আছে, মনে করেন সালমান খান।  সিনেমা হলের সংখ্যা খুবই কম।  এখনো ১০ হাজারের বেশি হল বানানো যেতে পারে এখানে।  

তিনি বলেন, আমার মনে হয়, প্রধান প্রধান শহরগুলোর বদলে মফস্বল এলাকাগুলোতে সিনেমা হল তৈরি করা ভালো।  কারণ ওইসব জায়গাতেই হলের সংখ্যা কম।  

সুলতান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থেকেও ছবির ব্যবসার কথা মাথায় রেখেই তার এমন চিন্তা!
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে