বিনোদন ডেস্ক : এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বাল্কির 'কি অ্যান্ড কা'। ছবিটির প্রোমোশনের জন্য অর্জুন কাপুরের বিশেষ আয়োজন সোশ্যাল মিডিয়ায় সেলফি ক্যাম্পেন।
এই ক্যাম্পেনে সবাই সেলফি পোস্ট করেছেন তাদের পছন্দের 'কি' অথবা 'কা'-এর সঙ্গে। এখানেই নিজের পছন্দের 'কা'-এর সঙ্গে সেলফি দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আপনি কি জানেন জ্যাকলিনের পছন্দের 'কা'?
টুইটারে জ্যাকলিন নিজের পছন্দের 'কা'-এর ছবি দিয়েছেন। তিনি আর কেউ নন, জ্যাকলিনের হেয়ার স্টাইলিস্ট শম্মু। ছবির নিচে লিখে দেন পছন্দের কারণও। শম্মু মোটেও তাকে 'কি'-এর মতো দেখেন না। তাই শম্মুই জ্যাকলিনের পছন্দের 'কা'।
স্যোশাল নেটওয়ার্কিং সাইটে এরই মধ্যে জ্যাকলিনের ফলোয়ারের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানা গেছে। একটি মাইক্রো-ব্লগিং সাইট ট্যুইটারেও তার ভক্ত প্রায় ১৮ লাখের কাছাকাছি বলে জানিয়েছেন জ্যাকলিন।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এরই মধ্যে পর পর কয়েকটি হিট ছবি উপহার দিয়ে আলোচনায় এসেছেন। ২০০৬ সালে জ্যাকলিন মিস শ্রীলঙ্কা ইউনিভার্স খেতাব জিতে আজকের অবস্থানে।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম