বিনোদন ডেস্ক : শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা তানিন সুবাহ। শনিবার দুপুরে পুবাইলে শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
‘তুই আমার’ ছবির শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন এই নায়িকা।
ছবিটির সহকারী পরিচালক রনি জানান, দুপুরে ছবিটির একটি ফাইটিং দৃশ্যের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা তানিন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভালো।
সজল আহমেদের পরিচালনায় ও হেভেন মাল্টিমিডিয়া প্রযোজিত ‘তুই আমার’ ছবিতে তানিনের বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। এ জুটি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিষ্টি জান্নাত।
১৬ মার্চ থেকে টাঙ্গাইলে প্রথম লটের শুটিং শুরু হয়েছে ‘তুই আমার’ ছবিটির।
২৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম