বিনোদন ডেস্ক : ২৬ মার্চ ছিল তার জন্মদিন। আজকের দিনেই ১৯৬৫ সালে জন্ম হয়েছিল তার। ভারতীয় সিনেমা তাকে আজকের দিনে গোটা ভারতীয় সিনেমা চেনে প্রকাশ রাজ নামে। আজ তার সম্পর্কে জেনে নিন এমন কয়েকটি তথ্য, যেগুলো আপনি জানেন না।
১) প্রকাশ রাজ তার কেরিয়ার শুরু করেছিলেন রোজ রাতে থিয়েটারে অভিনয় করে। এর জন্য তিনি সারা মাসে পেতেন মাত্র ৩০০ টাকা!
২) ২০০০ এরও বেশি পথ নাটকিয়ায় অভিনয় করেছেন প্রকাশ রাজ।
৩) প্রকাশ রাজের স্ত্রী ললিতা কুমারীও দক্ষিণের খুব বিখ্যাত অভিনেত্রী।
৪) প্রকাশ রাও এখন চেন্নাইতে থাকলেও, তার জন্ম হয়েছিল কর্নাটকের বেঙ্গালুরুতে।
৫) প্রকাশ রাও কন্নড় ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং মারাঠি ভাষায় অনর্গল কথা বলতে পারেন।
২৭ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস