রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৯:০৩:৫৯

বলতে পারবেন, কারিনা কেন গোঁসা করেছেন?

বলতে পারবেন, কারিনা কেন গোঁসা করেছেন?

বিনোদন ডেস্ক : বলিউড বেগম কারিনা কাপুর খান নাকি গোঁসা করেছেন! কেন জানেন কি কিছু? অবশ্য যে কারণে তিনি গোঁসা করেছেন এটা গোঁসা করারই কথা।

আর কেনই বা তিনি গোঁসা করবেন না? এত দিন হয়ে গেল বলিউডের ফার্স্ট বেঞ্চার তিনি। কিন্তু এখনও তাকে নাকি একটা ছবি দিয়েই বিচার করেন দর্শকরা। তবে সেটি কোন ছবি সে বিষয়ে মুখ খোলেননি বেবো।

সামনেই মুক্তি পাবে কারিনা কাপুরের ‘কি অ্যান্ড কা’। তারই প্রচারে গিয়ে নিজের এত দিনের ক্ষোভের কথা শেয়ার করলেন নায়িকা। তিনি বলেন, ‘সকলে আমাকে একটা ছবি দিয়ে বিচার করে। প্রশ্ন করেন কেন ওই ছবিটা আমি সই করিনি। কিন্তু আমার মনে হয় সেটা ঠিক নয়। আমি আরও অনেক ভাল ছবি করেছি। আর কেরিয়ার নিয়ে আমি অত চিন্তিত নই। হ্যাঁ অভিনয় করতে আমি ভালবাসি। অন্তত ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় তো করবই।’

কেরিয়ারের শুরুতেই ‘কহো না প্যায়ার হ্যায়’ রিফিউজ করেছিলেন কারিনা। ছবিটির তুমুল সাফল্য নিয়ে কারও কোনও সন্দেহ নেই। আবার ‘হাম দিল দে চুকে সনম’-এও পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রথম পছন্দ ছিলেন কারিনাই। কিন্তু এ ছবিটিও করেননি তিনি। আবার ‘ব্ল্যাক’-এর মতো ছবিই নাকি রিফিউজ করেছিলেন বেবো! তবে এখানে ঠিক কোন ছবিটির কথা তিনি বলতে চেয়েছেন তা বোঝা য়ায়নি।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে