সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৪:২২:০৭

‘দোজখে’ যেতে চান কন্ঠশিল্পী আসিফ!

‘দোজখে’ যেতে চান কন্ঠশিল্পী আসিফ!

বিনোদন ডেস্ক: এদেশের যুব সমাজের কাছে পরিচিত নাম কন্ঠশিল্পী আসিফ আকবর। ও প্রিয়া তুমি কোথায়, সংসার মানে টেলিভিশনে হুমায়ন স্যারের নাটক, বাঁচবো না মরে যাবো, ওপারে চলে যাবো; এ সমস্ত গান দিয়ে মিডিয়ায় আলোচিত হয়েছেন তিনি। তবে বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যাচ্ছে তাকে। তার বেশির লেখাই অন্যায় কিংবা সম্প্রতি বিষয় গুলো নিয়ে।

তবে এবার ভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন জনপ্রিয় এই কন্ঠশিল্পী। ফেসবুকের মাধ্যমে ফতোবাজদের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমটিনিউজের পাঠকদের জন্য আসিফের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

ফেসবুকে মাঝে মধ্যেই মন্তব্য পাই, গান গাওয়া হারাম, গান গাইলে, নিশ্চিত জাহান্নামে যাবো, জাহান্নাম থেকে পরিত্রান পেতে ঐ ফতোয়াবাজের পরামর্শ অনুযায়ী গান বাজনা ছেড়ে তার নির্দেশিত পথে আসতে হবে। ব্যাপারটা অভিনব, আমি স্বর্গে না নরকে যাবো, এই সিদ্ধান্তটি কোন এক গাড়ল ফেসবুকে জানিয়ে দিচ্ছে, অনেকটা ডিজিটাল সিদ্ধান্তের মত। আমার সৃষ্টিকর্তার কি সিদ্ধান্ত আমার ব্যাপারে পরলোকে, এটা ইহলোকেই জানিয়ে দেয়া হচ্ছে।

আমি তাকে নিশ্চিত করতে চাই, আমিই পৃথিবীর একমাত্র লোক, আমি দোজখে যেতে চাই। মহান আল্লাহ্ পাক বারবার তার রহমতের বর্ষনে আমাকে সিক্ত করেছেন, আলহামদুলিল্লাহ্ । আমি যখন সারাদিনের কাজ শেষ করে রাতে ঘুমোতে যাই তখন শেষ প্রার্থনা থাকে- ইয়া আল্লাহ্ পৃথিবীর সবাইকে, সবকিছুকে ভালো রাখো, আমাকে ছাড়া। স্বাক্ষী আমার একমাত্র বউ।

নরকে আছি, নরকে যাবো,নন্দিত নরকে,কন্ডিশন মানিয়ে নিতে পারলে খেলতে সুবিধা, তবুও ঐ লোকের মুখোমুখি হবোনা, কারন ঐ লোক স্বর্গে যাবে, আমিও যদি চান্স পাই তাইলে ওরে পিটাবো,আমি শান্তিবাদী লোক। ইহকালের অপমানের শোধ পরকালে নিতে চাইনা। তাছাড়া নরকে পশু নয়, শুধু মানুষই থাকবে !!!! এরমধ্যে তনুর হত্যাকারীরাও থাকবে, ওদের চিহ্নিত করে পরম করুনাময়ের কাছে বিচার চাইবো। রাজপথ রাজার,আমার মত ফকিরের নয় ।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে