সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৪:৫৯:৫৬

আনুশকার হয়ে যুদ্ধে নামলেন কোহলি

আনুশকার হয়ে যুদ্ধে নামলেন কোহলি

বিনোদন ডেস্ক : আনুশকার সাথে বিচ্ছেদের পর একেবারেই ভেঙে পড়েছিলেন বিরাট কোহলি। যার ফলে ঠিকঠাক মতো মাঠে পাফর্ম করতে পারছিলেন না। তবে আবারও ফর্ম ফিরে পেয়েছেন এই ক্রিকেটার। আর টনিকের মতোই তার ভেতরে কাজ হচ্ছে। ফলে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি এখন মাঠে।

কথা হচ্ছে, আনুশকা নাকি বিচ্ছেদের অবসান গুচিয়ে আবারও বিরাট কোহলির কাছে ফিরে এসেছেন। আর আনুশকার এই ফিরে আসাই নাকি বিরাটের জীবনে টনিকের মতো কাজ করছে। যার জন্য মাঠে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। তবে এসব লেখালেখিতে দারুণ বিরক্ত বিরাট। আর তাই তিনি রেগে গিয়ে ট্যুইটও করলেন।

বিরাট ট্যুইট করে লিখেছেন, ‘ক্রমাগত আনুশকা শর্মার সম্পর্কে যারা খোঁজখবর চালিয়ে যাচ্ছেন, তাদের লজ্জা হওয়া উচিত। একটু সহানুভূতি রাখুন।’

এর পরেই বিরাট যা লিখেছেন, তা থেকেই মনে করা হচ্ছে, দূরত্ব আর নেই। তিনি লিখেছেন, ‘ও (আনুশকা) সর্বদা আমাকে ইতিবাচক অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছে।’

ঘটনা হল, অজি-বধের পরেই ছড়িয়ে পড়ে বিরাটের কাছে সম্ভবত আনুশকা শর্মার ফোন এসেছিল। বারত ফাইনালে উঠলে আনুশকা মাঠে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও শুরু হয়ে যায় জোরদার জল্পনা। এর ফলেই বিরাট রীতিমতো বিরক্ত বলে মনে করা হচ্ছে।

ইনস্টাগ্রামে বিরাট লিখেছেন, ‘যারা ক্রমাগত আনুশকাকে কাঠগড়ায় তুলে চলেছেন এবং যাবতীয় নেতিবাচক জিনিস ওর সঙ্গে জুড়ছেন, তাদের লজ্জা হওয়া উচিত। এরাই আবার নিজেদের শিক্ষিত বলেন। আমি মাঠে কী করছি, তাতে আনুশকার কোনও ভূমিকাই নেই। অথচ ওর উপরে দোষ চাপিয়ে যাওয়া হচ্ছে ক্রমাগত, ওকে নিয়ে মজা করা হচ্ছে। লজ্জা হওয়া উচিত...’
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে