সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৬:০৫:৪৫

ছেলের পর এবার শাহরুখ কন্যার সেই ছবি নিয়ে হৈ চৈ

ছেলের পর এবার শাহরুখ কন্যার সেই ছবি নিয়ে হৈ চৈ

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে অমিতাভ বচ্চনের নাতনির একটি ছবি নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছিলো ইন্টারনেট দুনিয়ায়। এরপর জ্যাকি স্রোফের মেয়ে কৃষ্ণার ছবি। এছাড়াও ছিলো শাহরুখ খানের ছেলে ও অমিতাভ বচ্চনের নাতনির ছবি। এবার সেই পালে হাওয়া দিলেন শাহরুখ খানে মেয়ে!

জানা গেছে, সম্প্রতি একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। যা নিয়ে পুরো বলিউডজুড়ে চলছে হৈ চৈ। দাবী করা হচ্ছে ছবিতে শাহরুখ কন্যা সুহানা খান। তার সাথে রয়েছে শাহরুখের ছোট ছেলে আব্রাম।

ছবিতে দেখা যাচ্ছে সি-বিচে সুহানা এবং আবরাম তাদের গ্রীষ্মের ছুটিতে। সেই স্টিল ছবিতে শাহরুখ কন্যা সুহানাকে ছোট পোশাকে দেখা যাচ্ছে। যা দেখে রীতিমতো অনেকের চোখই কপালে উঠেছে। তবে এ ছবি আদৌ সুহানা এবং আবরামের কি না, তা অবশ্য নিশ্চিতভাবে বলা যাবে না। কেননা, শাহরুখ বা তাঁর পরিবারের তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি।

অন্যদিকে শাহরুখের মেয়ে সুহানা যে তার বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয়, তা ভাইরাল হওয়া আর একটি ছবি দেখেই তা অনুমান করা গেছে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে