সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৬:২৪:৩১

‘বাহুবলী’র জয়জয়কার,ভারতের জাতীয় পুরস্কার পেলো বাংলাদেশী ছবি

‘বাহুবলী’র জয়জয়কার,ভারতের জাতীয় পুরস্কার পেলো বাংলাদেশী ছবি

বিনোদন ডেস্ক : ঘোষণা করা হয়েছে ভারতের জাতীয় পুরস্কার। এবারের জাতীয় পুরস্কারে ভূষিত হচ্ছেন ভারতের ইতিহাসে আলোচিত ছবি ‘বাহুবলী’। এছাড়া বাংলা ছবির ক্যাটাগরিতে মুক্তির আগেই জাতীয় পুরস্কার ঘরে তুলেছে গৌতম ঘোষ নির্মিত ও প্রসেনজিৎ এবং ঢাকার কুসুম সিকদার অভিনীত ছবি ‘শঙ্খচিল’।

এছাড়াও এবারের জাতীয় পুরস্কার পেয়েছে সেরা হিন্দি ছবি ‘দম লাগাকে হাইসা’। তনু ওয়েডস মনু রিটার্নস এ অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে কঙ্গনা রানাউতের ঝুলিতে। ‘পিকু’ ছবিতে অভিনয় করে অমিতাভ বচ্চন পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।

অন্যদিকে ‘বাজিরাও মাস্তানি’ পরিচালনা করে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা বনশালী। বানশারীর এই ছবিটি সবথেকে জনপ্রিয় ছবির ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে