বিনোদন ডেস্ক : আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত দুটি সিনেমা ‘বাদশা’ ও ‘শিকারী’। শাকিব খান ও জিৎ মুখোমুখি হবেন বক্স-অফিসে।
একইদিনে বড় দুই তারকার সিনেমা মুক্তি পাওয়ায় ব্যবসায় প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে জাজের কর্ণধার আব্দুল আজিজ গ্লিটজকে বললেন, এখানে ঝুঁকির কি আছে? অনেকেই আমাকে এ প্রশ্ন করছে। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ‘অগ্নি-২’ ও ‘লাভ ম্যারেজ’ দুটো সিনেমাই ভালো ব্যবসা করেছে। একটি ঈদে তিনটি সিনেমার প্রয়োজন। আমরা বড় দুটি সিনেমা মুক্তি দিচ্ছি।
বাবা যাদবের ‘বাদশা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করছেন টালিগঞ্জের তারকা জিতেন্দ্র মদনানী জিৎ। তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের নুসরাত ফারিয়া মাজহারকে।
অন্যদিকে জাকির হোসেন সীমান্তের ‘শিকারী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো যৌথ প্রযোজনায় অভিনয় করছেন শাকিব খান। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন টালিগঞ্জের শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
দুজনের দুটি সিনেমা। কোন দিকে ঝুঁকবে দর্শক-শ্রোতা? এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বললেন, শাকিব খান ও জিৎ দুজনই বেশ জনপ্রিয়। আসলে কে জয়ী হবে আর কে হেরে যাবে তা নির্ভর করবে দর্শক কি চায়। নির্ভর করবে সিনেমার বিতরণের ওপর।
সিনেমা বিতরণের ক্ষেত্রে দুজনের মধ্যে কার অবস্থান মজবুত হবে। আমার মনে হয় শাকিবের পাল্লাই ভারী থাকার কথা, বলেন তিনি। কারণ ‘শিকারী’ সিনেমায় শাকিবের সাথে জুটিবদ্ধ শ্রাবন্তী। তারা বেশ শক্তিশালী জুটি। তবে আমি দুটো সিনেমা নিয়েই আশাবাদী।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম