বিনোদন ডেস্ক : গত দশ বছরে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। নিজের রূপে মাত করেছেন তামাম দুনিয়াকে। ২০০৩ সালে বলিউডে পা রাখেন ক্যাটরিনা কাইফ। প্রথম সিনেমা 'বুম' বক্স অফিসে চূড়ান্তভাবে ব্যর্থ হয়।
এরপর ২০০৫ সালে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া'-ছবিতে অভিনয় করেন ক্যাট। এরপর আর ফিরে তাকাতে হয়নি এই সুন্দরীকে। গত একদশকে তিনি হয়ে উঠেছেন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।
তার শরীরী আবেদনে মাত তামাম দুনিয়া। এবার মাত করতে আসছেন ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ। ক্যাটরিনারা এক ভাই ও ছয় বোন। এদের মধ্যে একজন হলেন ইসাবেল। হংকংয়ে জন্মানো ইসাবেলও ক্যাটরিনার মতোই মাত্র ১৪ বছর বয়স থেকে মডেলিং করছেন।
এখন তিনি একজন প্রতিষ্ঠিত মডেল। ঠিক যেমন আগে ছিলেন ক্যাটরিনা। পাশাপাশি নিউইয়র্কের সেই ফিল্ম ইনস্টিটিউটেও পড়াশোনা করেছেন তিনি যেখানে ছাত্র ছিলেন রণবীর কাপুর।
ফলে বলিউডে ক্যারিয়ার শুরু করা ইসাবেলের জন্য শুধু সময়ের অপেক্ষা। অপাতত অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করছেন ইসাবেল।
বড়পর্দায় নাম লেখালেন বলে। তবে ক্যাটরিনা বেশি সুন্দরী নাকি তার বোন ইসাবেল? কার জাদুতে বেশি মাতবে দর্শক?
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম