বিনোদন ডেস্ক : বলিউড এখন পুরোপুরি হলি-মুডে রয়েছে। বি-টিউনের নায়িকারা একে একে পারি জমাচ্ছেন হলিউডে। প্রিয়াঙ্কা চোপড়া তো ‘এক্সটিক’, ‘কোয়ান্টিকো’ আর সম্প্রতি ‘বেওয়াচ’-এ অভিনয় করে হলি-ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিচিত নাম। দীপিকাও ‘ট্রিপিল এক্স’ নিয়ে রীতিমতো ব্যস্ত সাগর পাড়ে।
টিনসেল টাউনের এমন ‘হলি-জ্বরে’ও হঠাৎই উল্টো সুর শোনা গেল কারিনা কাপূর খানের গলায়। এ দিন এক অনুষ্ঠানে নবাব ঘরণীকে তার হলিউড পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে কারিনা বলেন, এই মুহূর্তে হলিউড নিয়ে মোটেও আগ্রহী নন তিনি।
শুধু তাই নয়, এর পাশাপাশি করিনা আরও বলেন, তার মতে এখন সারা পৃথিবী জুড়েই সিনেমাপ্রেমীরা হিন্দি ছবি দেখছে। এমন কি হিন্দি ছবি এখন বহু বিদেশী ভাষায় ডাবিং-ও করা হচ্ছে। তাই আজকাল সকলেই বলি-তারকাদের চেনেন। তার কথায়, ‘‘হলিউডে অভিনয় করার জন্য যে এনার্জি আর ডেডিকেশন-এর দরকার, তা আমার আছে বলে আমার মনে হয় না।’’
প্রসঙ্গত, এই মুহূর্তে তার আপকামিং ছবি ‘কি এন্ড কা’-এর প্রোমোশন নিয়ে খুবই ব্যস্ত বেবো। প্রোমোশনে এসে এই ছবি করার পিছনে স্বামী সাইফ আলি খানের সাপোর্টের কথা বললেন কারিনা।
২৯ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস