বিনোদন ডেস্ক : ট্যুইটালের ইংল্যান্ডের জো রুটের সঙ্গে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির তুলনা করেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। আর এতেই রেগে আগুন হন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন।
শাহেন শাহ এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, তিনি ফ্লিনটফকে পাল্টা ট্যুইট করেন। প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে এই রুট? একেবারে শিকড় থেকে উপড়ে ফেলব এই রুট-কে।’
কিন্তু প্রথম ভুল থেকে শিক্ষা নেননি ফ্লিনটফ। ফের ট্যুইট করে এবারে ‘অমিতাভ’-কে নিয়ে খেলার চেষ্টা করেন ইংল্যান্ডের প্রাক্তন এই অলরাউন্ডার। অমিতাভের উদ্দেশ্যে পাল্টা ট্যুইট করে ফ্লিনটফ ব্যঙ্গ করে বলেন, ‘দুঃখিত, ইনি কে?’ অর্থাৎ, বচ্চনকে তিনি চেনেন না বলেই বোঝাতে চান ফ্লিনটফ।
এবারে ‘অমিতাভ’-র হয়ে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। ফ্লিনটফকে উদ্দেশ্য করে জাদেজার ট্যুইট করে লিখন, ‘বেটা ফ্লিনটফ, রিস্তে মে তো ওহ তুমহারে বাপ লগতে হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ।’
তার আগেও ছোটখাটো দু-একটা ব্যঙ্গ ফ্লিনটফের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন জাদেজা, ‘শেষ যে বার ফ্লিনটফ ভারতীয়দের সঙ্গে লাগতে এসেছিল, ওর টিমকে ছ’বলে ছ’টা ছক্কা হজম করতে হয়েছিল!’
কয়েকদিন আগেই সচিনকে চেনেন না বলে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন ডোপিংয়ের জন্য সাসপেন্ড হওয়া টেনিস তারকা মারিয়া শারাপোভা। সেই প্রসঙ্গ তুলে ট্যুইটে জাদেজা আরও প্রশ্ন করেন, ‘অ্যান্ড্রু ফ্লিনটফ শারাপোভার মতো আচরণ করছেন কেন? ও কি শারাপোভার মতো নিষিদ্ধ ড্রাগ নিচ্ছে নাকি?’
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন