মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ১১:৫২:৪৮

ছেলের ক্যান্সার নিয়ে ইমরান হাশমির লেখা বইয়ে অক্ষয়ের ভূমিকা

ছেলের ক্যান্সার নিয়ে ইমরান হাশমির লেখা বইয়ে অক্ষয়ের ভূমিকা

বিনোদন ডেস্ক : ইমরান হাশমির ছেলে ক্যান্সার আক্রান্ত। দীর্ঘদিন ধরে ছেলের এই যুদ্ধে লড়াই করছেন ইমরান হাশমি। আর সেই লড়াই নিয়েই তিনি লিখেছেন একটি বই। নাম ‘দ্য কিস অফ লাইফ— হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’।

এদিকে ইমরান হাশমির এই বই নিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। আর তাই তো তিনি এই বইটির জন্য ভূমিকা লিখেছেন।

জানা গেছে, অক্ষয় কুমারের বাবাও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আর তাই তো ইমরান হাশমি বইটির ভূমিকা লিখতে বলায় এক বাক্যে রাজি হয়ে যান অক্ষুয় কুমার। ফলে প্রস্তাব দেওয়ার দু’দিনের মধ্যেই ভূমিকাটি লিখে দিয়েছেন মিষ্টার খিলাড়ি।

এদিকে ইমরান হাশমি জানিয়েছেন, ক্যান্সারের ব্যাপারে মানুষকে সচেতনও করতে চেয়েছেন তিনি। এই বইয়ের মধ্যে তার জীবনের কঠিন সময়। তার ছেলের যন্ত্রণা সব কিছুই তুলে ধরেছেন। বইটি শিগগিরই প্রকাশ পাবে বলেও জানিয়েছেন ইমরান।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে