বিনোদন ডেস্ক : বলিউডে সিরিয়াল কিসার হিসেবেই পরিচিত ইমরান হাশমি। তার ছবি মানেই ছিলো প্রাপ্ত বয়স্কদের জন্য। কিন্তু এখন আর সেই ইমরান নেই। বদলে গেছেন তিনি। এখন আর আগেরকার মতো ছবিতে তাকে দেখা যায় না।
তা হঠাৎ করে এমন বদলে গেলেন কেনো সেই ইমরান হাশমি! কি কারণ তার পিছনে? এমন প্রশ্ন নিশ্চয় উঁকি দিচ্ছে আপনার মনে? তাহলে আসুন একটু জেনে নিই কি সেই রহস্য?
ইমরান হাশমির এই বদলে যাওয়ার পিছনের কারণ হচ্ছে তার ছয় বছরের ছেলে । এই ছেলেই তাকে বদলে দিয়েছেন। এ প্রসঙ্গে ইমরান জানিয়েছেন, একমাত্র ছেলে অয়নের শরীরে মরণব্যাধী ক্যান্সারের জন্যই বদলে গেছেন ইমরান হাশমি। তার প্রভাব পড়েছে ক্যারিয়ারেও।
দেখা গেছে, যে ইমরান ‘ফুটপাত’, ‘মার্ডার’, ‘জিহার’, ‘আশিক বানায়া আপন’র মত সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, সে হাশমিই ছেলের ক্যানসারই তাকে পাল্টে দিয়েছেন। এরপর থেকেই তিনি নতুন ঘরানার ছবি, ‘ঘনচক্কর’, ‘অংলি’, ‘মিস্টার এক্স’ এবং ‘হামারি আধুরি কাহিনী’র মত ছবিতে অভিনয় করতে থাকেন। আসলে ছেলের এই ক্যানসারে আক্রান্ত হওয়াটাই ইমরান হাশমিকে ভালো কাজের প্রতি উৎসাহ তৈরি করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
ছয় বছরের ছেলে অয়নকে নিয়ে ইমরান হাশমি ও পারভীন শাহানির সংসার। গত দুই বছর ধরে একমাত্র ছেলেটি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাবা হিসাবে এ দৃশ্য দেখা খুবই দুর্বিষহ। ইমরান হাশমিও এই অবস্থার মধ্য দিয়ে গেছেন। ছেলেকে নিয়ে দুই বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর এই খারাপ সময়কে বইয়ের পাতায় লিপিবদ্ধ করেছেন ভক্ত অনুরাগীদের জানাতে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন