বিনোদন ডেস্ক : বিয়ে করছেন শিল্পী ও উপস্থাপক ঈশিকা খান। তবে বর কে- জানার আগ্রহ হয়তো অনেকেরই। বর কায়সার খান (ভিকি)। তিনি স্থায়ীভাবে বসবাস করছেন লন্ডনে।
সেখানে নিজের গাড়ির ব্যবসা রয়েছে তার। পৈতৃক ব্যবসা শাকুরার ব্যবস্থাপনা পরিচালক তিনি।
গতকাল সোমবার রাত আটটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ঈশিকার বাসায় পারিবারিকভাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
কাল বুধবার ঈশিকার গায়েহলুদ অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান শুক্রবার। বৌভাত রোববার। বিয়ের পর গুলশানে শ্বশুরবাড়িতে উঠবেন ঈশিকা। এরপর বরের সঙ্গে যাবেন লন্ডনে।
বিয়েতে ঈশিকাকে ৪০ ভরি সোনার গয়না দিয়েছে ভিকির পরিবার। বিয়ের কাবিন ধার্য করা হয়েছে ১০ লাখ টাকা।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম