বিনোদন ডেস্ক : শ্বশুরকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া। এ বছর শ্বশুর অমিতাভ বচ্চন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় বেশ গর্ববোধ করছেন এই অভিনেত্রী। এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমন কথাই জানান তিনি।
ঐশ্বরিয়া রাই বলেন, এর আগেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি এটার প্রাপ্য। নিজের পারফরমেন্সের কারণে প্রাপ্য পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত।
এসময় দর্শক ও মিডিয়ার সদস্যদের ধন্যবাদ জানিয়ে ঐশ্বরিয়া বলেছেন, সবাইকে এই ভালবাসার জন্য ধন্যবাদ। অভিনন্দন বার্তাগুলোর জন্য সবাইকে ধন্যবাদ।
উল্লেখ্য, ‘পিকু’ ছবিতে অভিনয়ের জন্য এবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার বিভাগে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন