বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত চরিত্র জেম্স বন্ড। এবার সেই ভূমিকায় দেখা যাবে বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চনকে। অবাক হচ্ছেন! ভাবছেন ৪৮ বছর বয়সী ব্রিটিশ অভিনেতার জায়গায় ৭৩ বছরের অ্যাংরি ইয়ং ম্যান কিভাবে সম্ভব?
সম্ভব। আর তাই ঘটতে যাচ্ছে। তবে সেটি কোন সিনেমায় নয়। একটি ম্যাগাজিনের কভারের ফটোশুটে জেম্স বন্ডের ভূমিকায় এ বার দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ব্লগে এখবর নিজেই শেয়ার করেছেন শাহেন শাহ। নতুন ভূমিকায় বেশ আপ্লুতও তিনি।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি তার এই বয়সে জেম্স বন্ড হওয়ার ব্যাপারটাকে নিছক ‘বাড়াবাড়ি’ বলেই মনে করছেন। অমিতাভ যা-ই বলুন না কেন, বন্ডের ভূমিকায় তাকে দেখতে পেয়ে খুশি তার গুণমুগ্ধ অনুরাগীরা।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন