বিনোদন ডেস্ক : আপনি কি বলতে পারবেন, বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, কোরিয়ার প্রেসিডেন্ট কিম জঙ উন এবং ব্রাজিলের খেলোয়াড় নেইমারের মধ্যে মিল কোথায়? না! কোনো কুইজ কনটেস্ট নয়। তবে শুনলে অবাক হবেন এদের মধ্যে একটা বড় মিল রয়েছে।
সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, এই তিন তারকা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি যারা ইউটিউব সেনসেশনে এক সারিতে রয়েছেন!
হবে নাই বা কেন? ‘কোয়ান্টিকো’র সৌজন্যে প্রিয়ঙ্কার চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। বলিউডের হায়েস্ট পেড অ্যাক্টরও বটে। ফুটবল বিশ্বে নেইমারের জনপ্রিয়তা প্রশ্নাতীত। আর নিউ জেনারেশনের কাছে তো তিনি আইকন। বাকি থাকলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম। তার আধিপত্য নিয়ে আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল। তাই এই তিন তারকা যে মোস্ট ইনফ্লুয়েনশিয়াল হবেন, এতে সন্দেহ কী?
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন