বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো বলিউডের ফ্যাশন আইকন সোনম কাপুর কারো সাথে প্রেম করছিলেন। কিন্তু কার সাথে তিনি প্রেম করছেন? এ নিয়ে নানা জল্পনা থাকলেও হদিস মিলেনি। তবে এবার মিলেছে। জানা গেছে সোনম কাপুরের কে সেই প্রেমিক?
বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা কথা বলেন না এই নায়িকা। তাই বলে এবার আর চুপ থাকেননি। তিনি নিজেই প্রকাশ করেছেন প্রেম এবং কার সাথে তিনি সম্পর্কে জড়িয়েছেন।
শোনা যাচ্ছে, সাহির বেরি নামে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনিল-কন্যা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গসিপ চলছে বলিউডে। সম্প্রতি এক সাক্ষাত্কারে সোনমকে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
না! এ নিয়ে সোনম মুখ খোলেননি ঠিকই, কিন্তু এই সম্পর্কের কথা অস্বীকারও করেননি। তাই ইন্ডাস্ট্রিতে এই সম্পর্ক নিয়ে চলছে নয়া জল্পনা। একটা বড় অংশ মনে করছেন, সত্যিই যদি কোনও সম্পর্ক না থাকত, তা হলে প্রকাশ্যে তা অস্বীকার করতেন সোনম।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন