বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বলিউডে এন্ট্রি নিচ্ছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ও শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার।
খবর বেরিয়েছে, ‘স্টুডেন্টস্ অফ দ্য ইয়ার টু’ ছবিতে তাদের দেখা যাবে। এর আগে ‘স্টুডেন্টস্ অফ দ্য ইয়ার’এ আলিয়া ভট্ট, বরুণ ধবন এবং সিদ্ধার্থ মলহোত্রাকে দেখা গিয়েছিল।
আসন্ন ছবির জন্য প্রথমে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের কথা ভাবা হয়েছিল কিন্তু জাহ্নবী আপাতত কেরিয়ার নিয়ে ব্যস্ত। এখনই অভিনয়ে আসবেন না। তাই সেকেন্ড চয়েস হিসেবে সারা আলি খানকে নাকি কাস্ট করা হয়েছে।
শোনা যাচ্ছে, আর কয়েক দিনের মধ্যেই বেশ বড় করে এই দুই নিউকামারের কথা ঘোষণা করা হবে। এ ছবিটি নির্মাণ করবেন করণ জোহর। এর ফলে নতুন এক জুটি পেতে যাচ্ছে বলিউড।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন