বিনোদন ডেস্ক : ঠান্ডা মাথার ছেলে বলেই বলিউড পাড়ায় পরিচিত অর্জুন কাপুর। কিন্তু ভরা স্টুডিও-র মধ্যে রেডিও জকিকে কষে চড় মারলেন এই অভিনেতা। স্বাভাবিকভাবেই তার এই কাজের কারণে পুরো স্টুডিও জুড়ে শুরু হয়েছে হইচই। চড় মারার দৃশ্য আবার ভিডিও-বন্দি করে ইন্টারনেটে ছেড়েও দেয়া হয়েছে। ভাইরাল হয়ে উঠেছে সেই ভিডিওটি।
রেডিও জকির প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অর্জুন কাপুর। সামনেই মুক্তি অর্জুন এবং কারিনা-অভিনীত ‘কি অ্যান্ড কা’ ছবির। আচমকাই একদম ব্যক্তিগত একটি প্রশ্ন করে বসেন সেই রেডিও জকি। মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সপাটে চড় মেরে দেন রেডিও জকিকে। স্টুডিওয় থাকা অন্যরাও হতভম্ভ। অবশ্যই, রেগে যাওয়ার কথা।
কিন্তু তাই বলে চড় মেরেই ক্ষান্ত হননি অর্জুন কাপুর। স্টুডিওয় থাকা ক্যামেরাও উল্টে ফেলে দেন। ক্ষিপ্ত অর্জুনের রণংদেহি চেহারা দেখে কে কোন দিকে যাবেন বুঝে পাচ্ছেন না।
কিছুক্ষণ পর নিজেই নিজেকে শান্ত করলেন অর্জুন। তার এই পরিবর্তন দেখে ফের অবাক হওয়ার পালা সকলের। অর্জুন নিজেই বোঝালেন এটা আসলে ‘এপ্রিল ফুল’, কারণ? ‘কি অ্যান্ড কা’ তো পয়লা এপ্রিল মুক্তি পাচ্ছে।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই