মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৯:৫২:২৮

জন্মদিন নয়, তবে অসময়ে কিসের কেক কাটলেন অমিতাভ?

জন্মদিন নয়, তবে অসময়ে কিসের কেক কাটলেন অমিতাভ?

বিনোদন ডেস্ক : পিকু সিনেমার অসহ্য বাঙালি বুড়োটা বাগিয়ে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার৷ খবরটা পাওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে৷ বলিউড তো বটেই ক্রিকেট থেকে রাজনীতি, হেন কোনো সেলিব্রিটি বাদ নেই যিনি বলিউডের শাহেনশাকে একটিবার কংগ্র্যাচুলেট করেননি৷

এদিকে যাকে কেন্দ্র করে এই শুভেচ্ছার ঢল৷ তিনি ৭৩ বছর বয়সেও নিঃশব্দে কাজ করে চলেছেন এই অভিনেতা৷ বেটার হাফ জয়াকে নিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত শাহেনশা৷ সিনেমা নয় বর্তমানে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত অমিতাভ-জয়া৷

আর তাই বলে কি সেলিব্রেশন হবে না? তা কি করে হয়? শুটের ফাঁকেই ফ্লোরে কেক কাটলেন অমিতাভ৷ পাশে সবুজ পাড়ের হলদেটে আটপৌড়ে শাড়ি পরে দাঁড়িয়ে জয়া৷ সাফল্যের এই দিনে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি বিগ বি৷ টুইট করে জানিয়েছেন, 'তাদের জন্য যারা আমাকে জাতীয় পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন...ধন্যবাদ আপনাদের জন্য কখনই পর্যাপ্ত অভিব্যক্তি হয় না৷'
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে