বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বলিউড পাড়ার পায়ের তলার মাটি এখন অনেক শক্ত। এই শক্ত মাটি তৈরি হয়েছে ব্যাচেলর খান সালমানের কারণে। এতোদিন এই অভিনেত্রীর মুখে শুধুমাত্র সালমান খানের প্রশংসা করতেই শোনা গিয়েছে। কিন্তু এখন শোনা গেল অন্য দুই ব্যক্তির নাম। আর তারা হলেন ইন্দিরা গান্ধী এবং সেরেনা উইলিয়ামস।
ইন্দিরা গান্ধী এবং সেরেনা নাকি তার জীবনের অনেক বড় অনুপ্রেরণা, জানিয়েছেন ক্যাটরিনা নিজেই। তাদের কাজ, ব্যক্তিত্ব, যেভাবে সমস্যাকে তারা সামলেছেন নিজেদের ব্যক্তিগত ও কর্ম জীবনে, তাই ক্যাটের কাছে অনুপ্রেরণার বড় উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে।
এক সাংবাদ সম্মেলনে ক্যাটরিনা বলেন এই দুজনই পুরুষশাসিত সমাজে নিজেদের মেলে ধরেছেন। নিজের অ্যাক্টিং ক্যারিয়ারেও যেমন সাফল্য দেখেছেন ক্যাট, তেমনই নিচের দিকেও নামতে দেখেছেন তার ক্যারিয়ারগ্রাফ। আর সেই খারাপ সময় তার সামনে অনুপ্রেরণা হিসেবে দাঁড়িয়েছে এই দুই ব্যক্তি।
তিনি এও বলেন মহিলারা তাদের জীবনে বিভিন্ন সময় নানা নিরাপত্তাহীনতায় ভোগেন, থাকে অনেক অনিশ্চয়তাও। জীবনে চলার পথে মানসিক ভাবে কঠিন না হলে সেই বাধা পেরিয়ে কখনো সফল হওয়া যায় না। তবে তিনি মনে করেন জীবনে নিজের জন্যে না, কোনো দুঃস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে অনেক শান্তি পাওয়া যায়।
সেই সাংবাদিকে তিনি পড়াশোনার গুরুত্বর কথাও বলেন। তার বক্তব্য পড়াশোনা যদি সকল স্তরে সমস্ত মানুষ করে তাহলে সমাজে লিঙ্গ বৈষম্যের মতো কোনো বিষয়ের কোনো অস্তিত্বই আর থাকবে না। মানুষের মানবিক উন্নতির জন্যে পড়াশোনার গুরুত্ব অপরিসীম।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই