বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ১২:০৫:১২

যে নায়িকার বাড়ির নিচে অনবরত দাঁড়িয়ে থাকতেন সালমান

যে নায়িকার বাড়ির নিচে অনবরত দাঁড়িয়ে থাকতেন সালমান

বিনোদন ডেস্ক : পরিবারের যোগ্য ছেলে।  আদর্শ প্রেমিক।  সিনে-পর্দায় হিরোদের সঙ্গে এই ট্যাগগুলো অনায়াসে দেয়া যায়।  যাদের এমন কিছু কাহিনী আছে শুনলে অবাক হবেন।

কঙ্গনা-আদিত্য চোপড়া :  একসময়ে পেজ থ্রি-এর হেড-লাইন ছিল আদিত্য পাঞ্চোলি ও কঙ্গনার প্রেমকাহিনী।  স্ত্রী জরিনা ওয়াব থাকা সত্ত্বেও বয়সে অনেক ছোট কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য।  কিন্তু কঙ্গনাকে মারধর করতেন আদিত্য।  এমনই অভিযোগ এনেছিলেন কুইন।

সালমান খান-ঐশ্বর্য রায় : সালমান খান-ঐশ্বর্যের প্রেম নিয়ে বলিপাড়ায় এখনো চলে কানাঘুষো।  একসময় টিনসেলের হট কাপিল ছিলেন সালমান -অ্যাশ।  তবে সালমান অ্যাশকে নিয়ে একটু বেশি পজেটিভ ছিলেন।  এতেই হলো কাল।  ঐশ্বর্যকে গায়েও হাত তুলেছিলেন ভাইজান।  এমন কি নেশা অবস্থায় নায়িকার বাড়ির নিচে দাঁড়িয়েও থাকতেন সালমান।

করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর : সম্প্রতি ডিভোর্স হয়ে গেছে করিশ্মা–সঞ্জয়ের। নায়িকার অভিযোগ, দিনের পর দিন সঞ্জয় তার ওপর মানসিক অত্যাচার চালিয়ে যেত।  তবে শুধু স্বামী নয়, ছেলের এ কাজে সমান সঙ্গে দিতেন মা’ও। এ অত্যাচার সহ্য করতে না পেরে সঞ্জয়ের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নেন কারিশমা।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে