বিনোদন ডেস্ক : প্রায় ভেঙেই যাচ্ছিলো বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমির দ্বিতীয় সংসার। তার দ্বিতীয় স্ত্রী কামরুননেসাকে যুক্তরাষ্ট্রের ঠিকানায় তালাকনামাও পাঠিয়ে দিয়েছিলেন।
এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে সেই ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লেগে যায়। তবে এর নেপথ্যে ছিলো তার ছেলে। মূলত ছেলের মুখে দিকে তাকিয়েই সংসারে তালাকনামা প্রত্যাহার করেন তিনি। তা এখন সেই ভেঙে যাওয়া সংসার নিয়ে কেমন আছেন আরফিন রুমি?
খোঁজ নিয়ে জানা গেছে, বেশ ভালোই আছেন আরফিন রুমি কামরুননেসা ও তাদের একমাত্র সন্তানকে নিয়ে। এখন তারা সুখী দম্পতি। সুখ ও স্বচ্ছন্দ সবই আছে তাদের সংসারে।
এদিকে অভিনেতা নিরবের বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে। সেখানেই বেশ হাস্যজ্জ্বোল ভাবেই দেখা মিলল আরফিন রুমির। তিনি বিয়েতে এসেছিলেন সস্ত্রীক। সাথে স্ত্রী কামররুন্নেসাও বেশ হাসিখুশি ছিলেন। নিরবের সাথে কথা বলার পর স্ত্রীস কামরুন্নেসাকে নিয়ে বন্ধু ও মিডিয়ার মানুষদের সঙ্গে ছবিও তোলেন। আর এতেই বুঝা যায়, বেশ ভালোই আছেন তারা।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন