বিনোদন ডেস্ক : মনে আছে বহুল প্রচারিত গান ‘মুন্নি বদনাম হুয়ি, ডার্লিং তেরে লিয়ে’র কথা? যে গানের সাথে কোমর দুলিয়েছিলেন মালাইকা অরোরা। আর তিনিই ছিলেন সেই মুন্নি। যিনি সালমান খানের ভাই আরবাজ খানে স্ত্রী।
মালাইকার এই ‘মুন্নি বদনাম’ গানটি ভারতের মতো বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয়। এ গানেই সবচেয়ে বেশি মানুষ পরিচিত হয়েছে গানের মুন্নি মালাইকা অরোরার সঙ্গে। এবার সেই মুন্নি বিবাহ বিচ্ছেদ ঘটালেন আরবাজ খানের সঙ্গে।
বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এরপর মালাইকা এবং আরবাজ তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানালেন। যৌথভাবে ডাকা সংবাদ সম্মেলনে দুই তারকা বলেছেন, ‘হ্যাঁ, এটাই সত্যি। আমরা আলাদা হয়ে যাচ্ছি।’
এতদিন মালাইকা-আরবাজের ডিভোর্সের জল্পনায় সরগরম ছিল বলিউড পাড়া। এমনও শোনা গিয়েছিল, মালাইকা আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে সে সব গসিপকে উড়িয়ে দিয়ে নায়িকা বলেছেন, ‘সত্যিটা হল, আমরা ব্রেক নিচ্ছি। তার মানে এই নয়, আমাদের সম্বন্ধে যা খুশি রটানো হবে। আমরা এতদিন মুখ খুলিনি। কিন্তু তাতে দেখলাম, আমাদের পরিবারের লোকেরাও নানা ভাবে সমস্যায় পড়ছেন। আমাদের বন্ধুদের নানা রকম প্রশ্ন শুনতে হচ্ছে। তাই বিষয়টা বলেই ফেললাম। আফটার অল আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা খুশি বলার অধিকার আমি কাউকে দিইনি।’
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন