বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৪:৫২:০৮

সুখবর! মামু হয়েছেন সালমান খান

সুখবর! মামু হয়েছেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমানের পরিবারে নতুন অতিথি এসেছে। সালমানের বোন অর্পিতা একটি পুত্র সন্তান প্রসব করেছেন। মুম্বইয়ের হিন্দুজা হেল্থকেয়ারে ছেলের জন্ম দেন তিনি।

নতুন সদস্যকে স্বাগত জানাতে হাজির ছিলেন সলমনের বাবা সেলিম খান, মা হেলেন, অর্পিতার স্বামী আয়ুষ সহ পরিবারের অনেকেই।

এদিকে প্রথমবারের মতো ‌‘মামু' হওয়ায় বেশ উচ্ছ্বসিত সালমান খান। তিনি তার ভাগিনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

গতবছরই আয়ুষ শর্মার সঙ্গে মহাসমারোহে বিয়ে হয় সালমান খানের বোন অর্পিতার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বহুতারকাই।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছেলে হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আয়ুষ। এমনকী ছেলের নামও ঠিক করে ফেলেছেন তিনি। তিনি লেখেন, অপেক্ষা শেষ, আমাদের ছোট্ট যুবরাজ আহিল এল।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে