বিনোদন ডেস্ক : বৈশাখ উপেলক্ষে আগামী ৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার কিং শাকিব খান ও জয়া আহস জুটির দ্বিতীয় ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। এদিকে ছবি মুক্তির আগে এ ছবিতে ব্যবহৃত একটি গান মুক্তি দেয়া হয়েছে অনলাইনে।
৪ মিনিট ব্যাপ্তির এই গানটিতে জয়া শাকিবের কাছে জানতে চেয়েছেন, ‘এই রেখেছ কোথায়, এঁকেছ কোথায়-বলো না আমায়’? শাকিব ঠিকই একই ভাবে এর উত্তরে বলেন, ‘আমারই অন্তরে আরো গভীরে রেছেছি আমি তোমায়’।
ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ও শাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ গল্প গড়ে উঠেছে ক্রিকেটকে কেন্দ্র করে। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।
শাকিব-জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন ইমন ও মৌসুমী হামিদ। ওমর সানী আছেন জাতীয় দলের কোচের চরিত্রে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ অনেকে।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন