বিনোদন ডেস্ক : ধর্মীয় ভাব গাম্ভীর্যে আঘাত দেয়ার অভিযোগ এসে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে আইনি নোটিশ পাঠিয়েছে সর্বভারতীয় খ্রিস্টান ধর্মালম্বিদের পক্ষ থেকে!
গেল জানুয়ারি মাসে করা একটি টুইটে ঋত্বিক খ্রিস্টানধর্মালম্বিদের প্রধান নেতা ‘পোপ’কে জড়িয়ে একটি মন্তব্য করেছিলেন। যা প্রায় দুই মাস পরে এসেও কাল হল তার জন্য। সেই টুইটে পোপকে জড়িয়ে হৃত্বিকের টুইটটিকে ধর্মানুভূতিতে আঘাত দেয়ার শামিল বলে উল্লেখ করা হয়েছে।
গেল জানুয়ারিতে যখন কঙ্গনাকে জড়িয়ে চারদিকে মিডিয়ায় হৃত্বিকের নামে নিউজ ছাপা হচ্ছিল, ঠিক তখন ২৮ জানুয়ারি কঙ্গনাকে নিয়ে টুইটারে একটি মন্তব্য করে বসেন হৃত্বিক। সেখানে তিনি বলেন, যেসব নারীদের সঙ্গে জড়িয়ে মিডিয়ায় তার নাম ছড়ানো হচ্ছে, তাদের চেয়ে নাকি পোপের সঙ্গে জড়ালে তিনি খুশি হতেন!
হৃত্বিকের এমন মন্তব্যের প্রায় দুই মাস পর কান খাড়া করেছেন সর্বভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান আব্রাহাম মাথুই। তিনিই হৃত্বিকের বিরুদ্ধে আজ বুধবার আইনি নোটিশ পাঠালেন। আইনি নোটিশে তার বিরুদ্ধে আনা হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। সেইসঙ্গে আইনি নোটিশে হৃত্বিককে বলা হয়েছে, পোপকে জড়িয়ে এমন অরুচিকর মন্তব্যের জন্য আগামী সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে। আর তা না হলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন তারা।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন