বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৫:২৭:৫৩

এবার ডাইনি হচ্ছেন আনুশকা শর্মা!

এবার ডাইনি হচ্ছেন আনুশকা শর্মা!

বিনোদন ডেস্ক : বর্তমানে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ক্ষণে ক্ষণেই ফিরে আসছেন আনুশকা শর্মা। এবার আলোচনার মূল বিষয় হচ্ছে, আগামীতে এই নায়িকাকে ডাইনির ভূমিকায় দেখা যাবে।

আনুশকা জানিয়েছেন, আগামী ছবি ‘ফিলাউরি’-তে ডাইনির ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা যাবে। এই খবরেই আনুশকা ভক্তরা যথেষ্ট আনন্দিত।

‘ডাইনি’র চরিত্রে অভিনয়, বোঝাই যাচ্ছে এই ছবিটি একেবারেই অন্যরকমের কিছু উপহার দিতে চলেছে দর্শকদের। তার প্রথম প্রযোজিত ছবি ‘এনএইচ ১০’-ও যথেষ্ট সফল। সেখানে প্রশংসিত হয়েছিল তার অভিনয়ের ক্ষমতা।

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ম্যাচে কোহলির অসাধারণ পারফরমেন্সের পর ভারতীয় দর্শকরা একহাত নিয়েছিলেন আনুশকাকে। তাদের দাবি বিরাটের জীবন থেকে অনুষ্কা চলে গিয়ে, তাদের ফিরিয়ে দিয়ে গেছেন কোহলিকে। এধরনের নানা বিদ্রুপত্মাক টুইট ছুটে এসেছিল সোশ্যাল মিডিয়ায়ে কোহলির কাছে। এরপরই বান্ধবীর সমর্থনে ময়দানে নামেন কোহলি। হতেও পারে, আগামী দিনে আমরা ফের একবার দুজনকে একসঙ্গে দেখতে পাব।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে