বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৯:০০:৪৮

‘চট্টো মেট্রো’তে এবার সেই প্রভা

‘চট্টো মেট্রো’তে এবার সেই প্রভা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ।  আজকাল তাকে অভিনয়ে খুব একটা নিয়মিত দেখা যায় না।  নির্মাতা হিসেবেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

অন্যদিকে সময়ের লাস্যময়ী মডেল অভিনেত্রী সুজানা জাফর।  তার অভিনীত নাটক-বিজ্ঞাপন-মিউজিক ভিডিওগুলো বরাবরই দর্শকের বাড়তি আগ্রহের খোরাক জোগায়।  ভক্তরাও মুখিয়ে থাকেন সুজানার জন্য।  প্রভার জন্যও কম মুখিয়ে থাকেন না ভক্তরা।  সেই প্রভাকে চেনে না এমন ক’জনা আছে।

দুই প্রজন্মের দুই তারকা তৌকির-সুজানার সঙ্গে কাজ করেছেন এবার প্রভা। তাদের দেখা যাবে ‘চট্টো মেট্রো’ নামের টেলিফিল্মে।  এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।  

এ প্রসঙ্গে সুজানা বলেন, তৌকীর ভাই অনেক গুণী অভিনেতা।  অভিনয়ের পাশাপাশি নির্মাণেও মুন্সিয়ানা রয়েছে ত্র।  প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।  

টেলিছবিটি রোমান্টিক গল্পে নির্মিত।  চট্টগ্রামে বেশ মজা করেই এর শুটিং করেছি আমরা।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘চট্টো মেট্রো’ টেলিফিল্মটির দৃশ্যধারণ শেষ।  এখন চলছে সম্পাদনার কাজ।  খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা সকাল আহমেদ।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে