বিনোদন ডেস্ক : অবশেষে জানা গেল বলিউডের তারকা জুটি বিপাশা বসু আর করণ সিং গ্রোভারের বিয়ের খবর। তারপরেই বিয়ে নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ পেল। বলিউডে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি সত্যিই বিয়ে করছেন বিপাশা-করণ? জানা যায়, অনেক জল্পনার অবসারন ঘটিয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই জুটি।
আগে যখন হরমন বাওয়েজার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিপাশা, তখনো শোনা গিয়েছিল তারা বিয়ে করবেন। কিন্তু অবশেষে বাতিল হয়ে যায় বিয়ের পরিকল্পনা। এবারো যে তেমন কিছু একটা হতে পারে, সে আশঙ্কা ছিলই। তার উপর আবার সদ্য ডিভোর্স পেয়েছেন করণ সিং গ্রোভার।
শোনা যাচ্ছিল, দু'জনের পরিবারও নাকি বিয়েতে রাজি নয়। তাই বিয়ে বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা অমূলক ছিল না। কিন্তু একের পর এক যা খবর সামনে আসছে, তাতে মনে হচ্ছে এবার আর বিয়েটা ক্যানসেল হবে না। ৩০ এপ্রিল সত্যিই বিয়ে করবেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।
বিয়ের অনুষ্ঠান শুরু হবে মেহেন্দি থেকে। ২৮ এপ্রিল ভিলা 69-এ হবে মেহেন্দির অনুষ্ঠান। ২৯ এপ্রিল বাঙালি মতে বিয়ে করবেন দু’জনে। অনুষ্ঠানটি হবে বান্দ্রায়। সেইদিনই সন্ধ্যায় লোয়ার পারেলের সেন্ট রেগিতে হবে তাদের রিসেপশন।
বিপাশা ও করণ তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো খামতি রাখতে চান না। তাই ওয়েডিং প্ল্যানারকে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছেন তারা। বিপাশার ঘনিষ্ঠ বন্ধু ও ফিটনেস ট্রেনার দিয়েয়ান পান্ডে ও ডিজ়াইনার রকি অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই